মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 20, 2025 9:51 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হয়েছে।

বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হয়েছে। ২৪৩-টি আসনের মধ্যে এই দফায় ২০-টি জেলার ১২২-টি আসনে আগামী ১১-ই নভেম্বর ভোট নেওয়া হবে।

এদিকে, আজই ছিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। এই দফায় আগামী ৬-ই নভেম্বর ১৮-টি জেলার ১২১-টি আসনে ভোটগ্রহণ হবে।

অন্যদিকে রাষ্ট্রীয় জনতাদল আর জে ডি আজ দীর্ঘ প্রতীক্ষার পর ১৪৩ জনের নাম সম্বলিত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গত বিধানসভা নির্বাচনে আর জে ডি ১৪৪-টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবারে তারা নিজেদের তিনটি আসন – সহর্ষ, জামালপুর এবং বেলাদোড়-টি নতুন জোট সঙ্গী ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি আই আই পি-কে ছেড়েছে। দলের বিশিষ্ট নেতা তেজস্বী প্রসাদ যাদব বৈশালী জেলার রাঘপুর আসন থেকে তাঁর প্রার্থী পদ পেশ করেছেন।

     অন্যদিকে, রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন আইন বলবৎকারী সংস্হা এবং নজরদারী দল তল্লাশি চালিয়ে ২৩ কোটি ৪১ লক্ষ টাকার বেশি মদ ও ১৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।