মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 16, 2025 10:02 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে।

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। প্রবীণ বিজেপি নেতা উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ মুঙ্গেরের তারাপুর আসনে মনোনয়ন জমা দেন। আর যে ডি সভাপতি লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপ যাদব বৈশালী জেলার মহুয়া আসন থেকে আজ তাঁর প্রার্থীপদ জমা দিয়েছেন। তিনি জনশক্তি জনতা দল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম ক্রিপাল যাদবও পাটনা জেলার দানাপুরে নিজের মনোনয়ন জমা দেন।

এদিকে, ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রচারাভিযান ক্রমশঃ জোরদার হচ্ছে।

দানাপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এন ডি এ সরকার বিহারকে নৈরাজ্য থেকে মুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে। পাটনায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আমলে ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে।