মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 14, 2025 9:59 AM

printer

বিহার বিধানসভা নির্বাচনে, বিরোধী মহাজোটের রাষ্ট্রীয় জনতা দল – আর জে ডি এবং কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত রফা হয়নি।

বিহার বিধানসভা নির্বাচনে, বিরোধী মহাজোটের রাষ্ট্রীয় জনতা দল – আর জে ডি এবং কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত রফা হয়নি। গতকাল, আর জে ডি নেতা তেজস্বী প্রসাদ যাদব নতুন দিল্লিতে থাকলেও কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। এদিকে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করার জন্য বিহারে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন। নতুন দিল্লিতে আজ দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাও হওয়ার কথা রয়েছে।

জাতীয় গণতান্ত্রিক জোট – এন ডি এ শিবিরেও, প্রার্থীদের নাম ঘোষণা নিয়েও অচলাবস্থা তৈরি হয়েছে। বিজেপি এবং জনতা দল ইউনাইটেড আগেই ঘোষণা করেছে, তারা ১০১টি ক’রে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে, আসন বণ্টন নিয়ে রাষ্ট্রীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহার অসন্তোষের কারণে, গতকাল এন ডি এ-কে প্রার্থীপদে নাম ঘোষণা স্থগিত করতে হয়েছে।

এর মধ্যে, প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ আগামী ১৬ই অক্টোবর তিন দিনের বিহার সফরে পাটনা যাবেন। এছাড়াও, বিজেপি এবং এন ডি এ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি-শাসিত রাজ্যগুলির বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।া