মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 13, 2025 9:55 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM VVPAT র‍্যান্ডামাইজেশন-এর কাজ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে

 বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM VVPAT র‍্যান্ডামাইজেশন-এর কাজ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। জেলা নির্বাচন আধিকারিকরা, জাতীয় এবং রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির  প্রতিনিধিদের উপস্থিতিতে EVM ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার মাধ্যমে এই র‍্যান্ডামাইজেশন করেছেন।

কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রতিটি আসনে র‍্যান্ডামাইজ্‌ড EVM ও VVPAT-গুলি ভাগ করে নেওয়া হয়।  তাঁদের উপস্থিতিতেই এই EVM ও VVPAT-গুলি স্ট্রং রুমে রাখা হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি প্রার্থীর সঙ্গে’ও সংশ্লিষ্ট তালিকা ভাগ করে নেবে কমিশন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।