বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহনের জন্য আজ বিজ্ঞপ্তি জারীর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেবার কাজ। এই পর্বে ২০ টি জেলায় ১২২টি বিধানসভা আসনে ১১ই নভেম্বর ভোট নেওয়া হবে। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।
একই সঙ্গে নির্বাচন কমিশন, সাত রাজ্যের ৮ টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যও আজ বিজ্ঞপ্তি জারী করেছে।
এদিকে, প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরাজ পার্টি আজ বিহার বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর আগে তারা ৫১ জন প্রার্থীর নাম ঘোষনা করেছিল।