November 15, 2025 12:41 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যাগোরিষ্ঠতা অর্জন করেছে

বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যাগোরিষ্ঠতা অর্জন করেছে। ২৪৩ টি আসনের মধ্যে ২০২ টি তেই তারা জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতরাতে সবকটি আসনের ফল ঘোষণা করা হয়। রাজ্যে সরকার গঠনের জন্য কোনো দল অথবা জোটের প্রয়োজন ১২২ টি আসনের।

৮৯ টি আসনে জয়লাভ করে বিজেপি বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাদের শরিক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড ৮৫ টি আসনে জিতেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস গোষ্ঠী) ১৯ টি আসন লাভ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার) ৫ টি আসন পেয়েছে।

অন্যদিকে, উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা ৪ টি আসনে জয়লাভ করেছে। এনডিএ জোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা, রাজ্যের মন্ত্রী প্রেম কুমার মহেশ্বর হাজারি ও সঞ্জয় সারোগী এবং বিজেপির মৈথেলী ঠাকুর।

এদিকে, আরজেডি নেতৃত্বাধীন মহাজোট বিহার বিধানসভা নির্বাচনে মাত্র ৩৫ টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি পেয়েছে ২৫ টি দল ও কংগ্রেস ৬ টি।

এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কিস্ট লেনিনিস্ট লিবারেশন ২ টি, সিপিআইএম ও ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি একটি করে আসন জিতেছে।

সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন AIMIM ৫ টি ও বহুজন সমাজ পার্টি একটি আসন পেয়েছেন।