October 13, 2025 1:16 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গেই শুরু হবে ২০টি জেলার ১২২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ২০ শে অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। একুশে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ শে অক্টোবর। এই পর্বে ভোট নেওয়া হবে ১১ ই নভেম্বর। বেলা ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে।

মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রগুলিতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তার  বন্দোবস্ত করেছে। ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা‌ ১৪ই নভেম্বর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।