বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই পর্বে ১১ ই নভেম্বর ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। ১৩৬ জন মহিলা সহ , ৩ কোটি ৭০ লক্ষের বেশি ভোটার, ১,৩০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। প্রচারের শেষ দিনে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ, মহাজোট এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা রাজ্য জুড়ে একাধিক নির্বাচনী জনসভা এবং সমাবেশে যোগ দেবেন। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাসারাম এবং আরওয়ালে জনসভা করবেন । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঔরঙ্গাবাদ এবং কৈমুরে জনসভা করবেন। জেডি(ইউ) সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঔরাঙ্গাবাদ, গয়া এবং কৈমুরে প্রচার অভিযান চালাবেন। এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের আরারিয়া, সুপৌল এবং মধুবনী জেলায় একাধিক জনসভায় যোগ দেওয়ার কথা ।
মহাজোটের পক্ষে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পূর্ণিয়া এবং কিষাণগঞ্জে জনসভা করবেন। আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব ভাভুয়া, রোহতাস এবং ঔরঙ্গাবাদে এগারোটি জনসভার যোগ দেবেন।
জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আজ প্রচার পর্বের শেষ দিনে একাধিক জনসভায় অংশ নেবেন।
Site Admin | November 9, 2025 1:46 PM
বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে