মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 8, 2025 10:03 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ  দফার জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে।

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ  দফার জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে সবরকম চেষ্টা চালাচ্ছেন।  

বরিষ্ঠ বিজেপি নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সীতামারিতে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন,  এনডিএ উন্নয়নকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যের ঐতিহ্য সংরক্ষণেও সমানভাবে সচেষ্ট হয়েছে। বেতিয়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারেন শ্রী মোদী।  

      জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঔরঙ্গাবাদ জেলার রফিগঞ্জ ও গয়ার ইমামগঞ্জে জনসভা করেন। রফিগঞ্জে  তিনি বলেন, ২০০৫ সালে ক্ষমতায় আসার পর তার সরকার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

   অন্যদিকে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, কাটিহার জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, জামুইতে এক জনসভায় বলেন, বেকার সমস্যা সমাধানে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিকাশশীল ইনসান পার্টির প্রধান এবং মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী, মুকেশ সাহানীও প্রচারে যোগ দিয়ে বলেন , রাজ্যের যুবরা পরিবর্তন চায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।