মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 8, 2025 9:24 AM

printer

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে   প্রচারাভিযান আরও  জোরদার হয়ে উঠছে।

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে   প্রচারাভিযান আরও  জোরদার হয়ে উঠছে। এনডিএ এবং মহাজোটের তারকা নেতারা ভোটারদের মন জয়ে মিটিং মিছিল জনসভা করছেন।

 বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সীতামারি এবং বেতিয়ায় নির্বাচনী জনসভা করবেন। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং – এর আজ রোহতাস এবং কৈমুর জেলায় তিনটি জনসভা করার কথা রয়েছে। অপর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহও কাটিহারে জনসভায় ভাষন দেবেন। এন ডি এ প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গার প্রচারে অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ।

অন্যদিকে, মহাজোটের প্রবীণ কংগ্রেস নেত্রী প্রয়াঙ্কা গান্ধী আজ কাটিহারে দুটি নির্বাচনী র‍্যালীতে ভাষন দেবেন। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব জামুই, নওয়াদা, গয়া এবং জেহানাবাদে ১৮ টি জনসভা করবেন।

উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফায় ২০ টি জেলার  ১২২ টি আসনে আগামী ১১ই নভেম্বর ভোটগ্রহন। প্রথম পর্বের ভোটগ্রহণে রেকর্ড ৬৪ দশমিক ৬৬ (ছয় ছয়) শতাংশ ভোট পড়েছে। গণনা ১৪ নভেম্বর।