বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য ১৮টি জেলার ১২১ টি আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এজন্য সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। যদিও নিরাপত্তার কথা বিবেচনা করে সিওরি বখতিয়ারপুর, মাহিসি, তারাপুর, মুঙ্গের, জামালপুরে বিকেল ৫ টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ৩ কোটি ৭৫ লক্ষের অধিক ভোটার আগামীকাল ১ হাজার ৩শো ১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। এদের মধ্যে ১২২ জন মহিলা প্রার্থী। প্রীতি কিন্নর নামে একজন রূপান্তরকামী প্রার্থী গোপালগঞ্জ জেলার ভোরে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম দফার ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। এই প্রথমবার প্রতিটি আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন রাখা হবে। ভোট প্রক্রিয়ার নীবিড় নজরদারির জন্য সব ভোট কেন্দ্রেই থাকছে ওয়েব কাস্টিং-এর ব্যবস্হা। যেকোনরকম হিংসাত্মক ঘটনায় আপোষহীন নীতি গ্রহণ করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রথম দফায় নীতিশকুমার নেতৃত্বাধীন সরকারের ১৬ জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এর মধ্যে ১১ জনই বিজেপি-র।
এদিকে, দ্বিতীয় দফায় আগামী ১১-ই নভেম্বর ২০-টি জেলার ১২২-টি আসনে ভোটগ্রহণ। এজন্য প্রচারাভিযান তুঙ্গে। ৭ কোটি ৪৩ লক্ষের বেশি ভোটারের জন্য ৯০ হাজার ৭১২-টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। গণনা ১৪-ই নভেম্বর।