বিহার বিধানসভা নির্বাচনের প্রথমপর্বের ভোটগ্রহণের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। এই দফায় ১৮-টি জেলার ১২১-টি বিধানসভা আসনে আগামী ৬-ই নভেম্বর বৃহস্পতিবার ভোট নেওয়া হবে। তিন কোটি ৭৫ লক্ষের অধিক ভোটার ১ হাজার ৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এই দফায় পাটনা, দ্বারভাঙা, মাধেপুর, সহর্ষ, মুজাফ্ফপুর, গোপালগঞ্চ, সি ওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায় হবে ভোটগ্রহণ। প্রচারের শেষদিনে এন ডি এ এবং মহাজোটের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা চালান।
প্রথম দফার ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। এই প্রথমবার প্রতিটি আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন রাখা হবে। ভোট প্রক্রিয়ার নীবিড় নজরদারির জন্য সব ভোট কেন্দ্রেই থাকছে ওয়েব কাস্টিং-এর ব্যবস্হা। যেকোনরকম হিংসাত্মক ঘটনায় আপোষহীন নীতি গ্রহণ করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রথম দফায় নীতিশকুমার নেতৃত্বাধীন সরকারের ১৬ জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এর মধ্যে ১১ জনই বিজেপি-র।
এদিকে, দ্বিতীয় দফায় আগামী ১১-ই নভেম্বর ২০-টি জেলার ১২২-টি আসনে ভোটগ্রহণ। এজন্য প্রচারাভিযান তুঙ্গে। ৭ কোটি ৪৩ লক্ষের বেশি ভোটারের জন্য ৯০ হাজার ৭১২-টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। গণনা ১৪-ই নভেম্বর।