বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে জোরদার প্রচার চলছে। বিহারের মুজাফফরপুরে এক নির্বাচনী জনসভায় ভাষনে বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং সেচ ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, সরকার বিহার থেকে অভিবাসন বন্ধ করতে এবং রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদক্ষেপ নেবে।
অন্যদিকে, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব অভিযোগ করেন যে রাজনৈতিক দলগুলি ভোটের জন্য বিহারকে শোষণ করে এবং গুজরাটে শিল্প স্থাপন করে। তিনি বিহারের জনগণকে ঐক্যবদ্ধ হতে এবং এই দলগুলি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য এগিয়ে আসার আহ্বান জানান।
 
									 
		 
									 
									 
									