মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 30, 2025 1:13 PM

printer

বিহার বিধানসভা নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোটের তারকা প্রচারক ও বরিষ্ঠ নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা ও মিছিল করছেন।

বিহার বিধানসভা নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোটের তারকা প্রচারক ও বরিষ্ঠ নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা ও মিছিল করছেন। শীর্ষ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুজফ্ফরপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। আরজেডি এবং কংগ্রেস কখনই উন্নত বিহার নির্মাণ করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন বছরের পর বছর ধরে এই দলগুলি বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও শ্রী মোদী মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আজ ছাপরাতে আর একটি জনসভায় বক্তব্য রাখবেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও ১০ টি জনসভা করবেন। প্রথম পর্যায়ের নির্বাচন যত এগিয়ে আসছে, ক্ষমতাসীন ও বিরোধী দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বিহারের রাজনীতি। আগামী ৬ ই নভেম্বর প্রথম পর্যায়ে ১২১ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে।