মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 25, 2025 11:25 AM

printer

বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের জন্য এনডিএ এবং মহাজোট, উভয়েরই প্রচারাভিযান জমে উঠেছে

বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের জন্য এনডিএ এবং মহাজোট, উভয়েরই প্রচারাভিযান জমে উঠেছে। এই দফায় আগামী ৬ই নভেম্বর ১৮ টি জেলার ১২১ টি আসনে ভোট নেওয়া হবে। উভয় গোষ্ঠীর তারকা প্রচারকরা পরের পর জনসভা, মিটিং মিছিল করছেন। উন্নয়ন, আইন শৃঙ্খলা, বেকারত্ব, পরিযায়ী শ্রমিক এবং শিক্ষা ব্যবস্থার দিকগুলি উঠে আসছে নির্বাচনী রণকৌশল হিসেবে। আকাশবানীর পাটনার সংবাদদাতা জানিয়েছেন, প্রবীণ বিজেপি নেতা, স্বরাষত্রমন্ত্রী অমিত শাহ আজ দ্বিতীয় দিনেও প্রচারাভিযানে অংশ নেবেন। তিনি আজ খাগারিয়া, মুঙ্গের এবং নালন্দায় জনসভাতে বক্তব্য রাখবেন।

জনতা দল ইউনাইটেডের সভাপতি, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বক্সারের দুমরাঁও এবং পাটনার রামকৃষ্ণনগরে জনসভা করবেন।

এদিকে, হিন্দুস্তানী আওয়াম মোর্চার জিতেন রাম মাঝি মাধেপুরা, সহর্ষ এবং দ্বারভাঙায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন।

অন্যদিকে, মহাজোটের আর জে ডি নেতা তেজস্বী যাদব এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি, খাগারিয়া জেলার গোগরি ও আলাউলিতে প্রচারে যোগ দেবেন। এছাড়াও জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, জন শক্তি জনতা দলের প্রধান তেজ প্রতাপ যাদপব ও এ আই এম আই এমের নেতারা নিজ নিজ প্রার্তীর মন জয়ের চেষ্টা চালাবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।