মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 10, 2025 9:11 AM

printer

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হবে।

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। সকাল ১১ টা থেকে বিকেল তিনটে মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন কেন্দ্রের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ ই অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

   প্রথম পর্যায়ে ১২১ টি আসনে ৬ই নভেম্বর ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ১১ই নভেম্বর।

ভোট গণনা ১৪ই নভেম্বর।

      বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে, তারা আপিল করতে চাইলে ওই রাজ্যে আইনি সহায়তা কর্তৃপক্ষের সহযোগিতা নিতে পারবে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বিহারের লিগাল সার্ভিস কর্তৃপক্ষকে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে। ১৬ই অক্টোবর ফের এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।