বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন ১৭টি নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পর পাটনায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, এই নতুন সংষ্কারগুলি দেশ জুড়ে ভবিষ্যতে বাস্তবায়িত করার ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে।
মূল কিছু উদ্যোগের কথা তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনার জানান, সমস্ত ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিন করা হবে। স্বচ্ছ্বতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলির বুথস্তরের এজেন্টদের, ভোট শুরু হওয়ার আগে নির্বাচনী মহড়ায় যোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের ফর্ম ১৭ সি সংগ্রহ করে নিতে বলা হয়েছে। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন এই প্রথম ভোটগ্রহণ কেন্দ্রের বাইরের এলাকায় ভোটারদের মোবাইল ফোন সঙ্গে রাখার বিষয়টি অনুমোদন করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, ভোটার তালিকা সংশোধন একটি আইনি প্রক্রিয়া এবং জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় বিশেষ নিবিড় সংশোধন, sir অভিযান চালানো হয়েছে।
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় তা সারা দেশে ভোটার তালিকা সংশোধনে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তিনি জানান। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ গত দু’দিন ধরে আইন বলবৎকারী সংস্থা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করেন।