November 14, 2025 9:42 PM

printer

বিহার বিধানসভার সঙ্গেই আজ ৭ রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গননা করা হয়

বিহার বিধানসভার সঙ্গেই আজ ৭ রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনে   ভোট গননা করা হয়।  এর মধ্যে বিজেপি ও কংগ্রেস ২ টি  করে আসনে জিতেছে।  আম আদমি পার্টি, পি ডি পি ,  মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং ঝাড়খণ্ড মুক্তি মোরচা-  জে এম এম  ১ টি করে আসনে জয়লাভ করেছে।

জম্মু ও কাশ্মীরের, নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবযানী রানা জয়লাভ করেছেন।

 ২৪ হাজার ৬শোর বেশী ভোটে তিনি পরাজিত করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল প্যান্থারাস পার্টির হর্ষ দেব সিং-কে। 

ওড়িশায়, নুয়াপাড়ায় জয়লাভ করেছেন  বিজেপি প্রার্থী জয় ধোলাকিয়া।  তিনি তাঁর নিকটতম কংগ্রেস  প্রতিদ্বন্দ্বী ঘাসি রাম মাঝি কে ৮৩ হাজারেরও বেশি ভোটের ব্যাবধানে হারিয়ে দেন।

তেলেঙ্গানায় কংগ্রেসের নবীন যাদব ভি , হায়দ্রাবাদের জুবিলি হিলস আসনে জয়লাভ করেছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বি আর এস এর- এম সুনিতা গোপিনাথকে ২৪ হাজার ৭২৯ ভোটে হারিয়েছেন।  

 রাজস্থানেও কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভায়া , আন্তা আসনে জয়লাভ করেছেন। তিনি বিজেপি প্রার্থী মোরপাল সুমন কে ১৫ হাজার ৬১২ ভোটে  হারিয়ে দিয়েছেন।

মিজোরামে, মিজোরাম ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ডঃ আর. লালথাংলিয়ানা ডাম্পা আসনে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থী ভানলালসাইলোভাকে ৫৬২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

পিডিপি প্রার্থী আগা সৈয়দ মুন্তজির মেহেদীকে  বদগাঁও আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। ।তিনি তাঁর নিকটতম প্রার্থী ন্যাশনাল কনফারেন্সের আগা সইয়দ মহমুদ আল মসাভি কে চার হাজার ৪৭৮ ভোটে পরাজিত করেন।

 পাঞ্জাবের তরন-তারানে আম আদমি পার্টির প্রার্থী হরমিত সিং সান্ধু জয়ী হয়েছেন।্তিনি হারিয়েছেন শিরোমণি আকালি দলের সুখবিন্দর কউর কে ১২ হাজার ৯১ ভোটের ব্যাবধানে।

 ঝাড়খণ্ডের ঘাটসিলায় জয়ী হয়েছেন জেএমএম প্রার্থী সোমেশ চন্দ্র সোরেন।

 তিনি , বিজেপির বাবু লাল সরেন কে ৩৮ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।