বিহার ,ছত্রিশগড়,হিমাচল প্রদেশ,জম্মু-কাশ্মীর, লাদাখ, ওড়িশা্, উত্তরাখন্ড , পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয় এবং রাজস্থানেও প্রবল বর্ষণের সম্ভাবনা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সহ উত্তর-পশ্চিম ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে,বিহারের বিভিন্ন অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আওরঙ্গাবাদ বৈশালী নওয়াদাসহ রাজ্যের বহু অঞ্চলে ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর আগামী দোসরা অগাস্ট পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন টানা বর্ষণের জেরে গঙ্গা গণ্ডক মহানন্দা এবং কচি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে।
অন্যদিকে,ঘূর্নাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।