মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 6, 2025 12:04 PM

printer

বিহারে লাগাতার বৃষ্টিপাত এবং কোসি ও মহানন্দা সহ প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধির কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে

বিহারে লাগাতার বৃষ্টিপাত এবং কোসি ও মহানন্দা সহ প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধির কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নেপালের তরাই অঞ্চল এবং উত্তর বিহারে প্রবল বৃষ্টিপাতের ফলে প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। অনেকগুলি নদী বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে উত্তর বিহারের বেশ কয়েকটি জেলায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  কমলা বালান, বুঢ়ি গণ্ডক, বাগমতি এবং আধওয়ারা নদীগুলিতেও জল বেড়েছে। সুপৌলের বীরপুর ব্যারেজের ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে। গতকাল বিকেল ৪টা পর্যন্ত ব্যারেজ থেকে ৫ লক্ষ ৩৩ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে – যা এ বছরের সর্বোচ্চ। জলস্তর বৃদ্ধি পেয়ে সুপৌল, মাধেপুরা এবং সাহারসা জেলায় বন্যা দেখা দিয়েছে, প্লাবিত হয়েছে বেশ কিছু  এলাকা।

সুপৌলের জেলা শাসক সাওয়ান কুমার জানিয়েছেন যে বন্যা কবলিত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।