মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 19, 2025 4:07 PM

printer

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হই হট্টগোলের প্রেক্ষিতে সংসদের উভয় সভার কাজকর্ম আজও ব্যাহত হয়।

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হই হট্টগোলের প্রেক্ষিতে সংসদের উভয় সভার কাজকর্ম আজও ব্যাহত হয়। লোকসভার  অধিবেশন বিকেল  ৪ টে ও রাজ্যসভা বেলা ২ টো   পর্যন্ত মুলতুবি করে দিতে হয়।

লোকসভাতেও অধিবেশন বসার পরই অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার  চেষ্টা করেন। কিন্তু এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা তুমুল হই হট্টগোল শুরু করে দেন। অধ্যক্ষ তাদের শান্ত থাকার আর্জি জানিয়ে বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ভারতে সংসদের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চালানো সম্ভব, সেজন্য বিরোধীদের সবরকম সহযোগিতা করা উচিত। কিন্তু বাংরংবার আবেদন সত্ত্বেও বিরোধী দলের সদস্যরা তাতে কর্ণপাত না করায় অধ্যক্ষ প্রথমে  বেলা ১২ টা ও পরে ২ টো  পর্যন্ত অধিবেশন স্থগিত করে দিতে বাধ্য হন।

২ টর পরে অধিবেশন আবার শুরু হলে,   আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র I S Sএ, ভারতের প্রথম নভশ্চর ক্যাপ্টেন শুভানশু শুক্লা কে নিয়ে  লোকসভায় আজ বিশেষ আলোচনা আবারো শুরু হয়। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহাকাশ কর্মসূচীর গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হয়  সভায়।

আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে  , সভার কাজে ব্যাঘাত ঘটানোর জন্যে  বিরোধীদের  অভিযুক্ত করেন । গুরুত্ব পূর্ণ এই বিষয়ে তারা সভায় আলোচনা করতে দিচ্ছেনা বলেও তাঁর অভিযোগ।তিনি বলেন, শুভানশু শুক্লা মহাকাশ কেন্দ্রে।  ১৪০ কোটি ভারতবাসীর প্রতিনিধিত্ব করে দেশকে গৌরবান্বিত করেছেন। বর্তমান সরকার মহাকাশ উন্নয়নে বহু গুরুত্ব পূর্ণ ভূমিকা নিলেও পূর্বতন কংগ্রেস সরকার, ভারতের মহাকাশ কর্মসূচী এবং ইসরোর  উন্নয়নে কোন পদক্ষেপ নেয় নি বলেও তাঁর দাবী।

 এরই মধ্যে বিরোধীরা তুমুল হই হট্টগোল শুরু করায় নিশিকান্ত দুবে   তাঁর বক্তব্য শেষ করতে পারেন নি। অধ্যক্ষ তখন বিকেল চারটে পর্যন্ত সভা মুলতুবি করে দেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।