মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 18, 2025 4:57 PM

printer

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মত মুলতুবি হয়ে গেছে

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মত মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর ২টোয় লোকসভার অধিবেশন বসলে অধ্যক্ষ ওম বিড়লা মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফল মহাকাশ যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানান। এর মধ্যেই বিরোধীরা নিজেদের দাবিতে সোচ্চার হন। কোলাহলের মধ্যেই বিজ্ঞান ও প্রযুত্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আলোচনা শুরু করেন। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকলে সভা পরিচলানর দায়িত্বে থাকা সদস্য তাদের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকায় সভা দিনের মত মুলতুবি করে দিতে হয়। এর আগেও বিরোধী সদস্যদের বিক্ষোভেরে জেরে সভা প্রথমে বেলা ১২ টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়।

রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল ১১ টায় উচ্চকক্ষের অধিবেশন বসলে সদ্য প্রয়াত সাংসদ লা গণেশনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ডেপুট চেয়ারম্যান হরিবংশ বলেন, বিহারে ভোটারতালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী সহ একাধিক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৯টি মুলতুবি প্রস্তাব পেয়েছেন। বিষয়টি বিচারাধীন থাকার দরুণ তিনি নিয়ম উল্লেখ করে সব প্রস্তাব খারিজ করেন। এর পর বিরোধী সদস্যরা স্লোগান দিতে শুরু করলে হরিবংশ তাদের শান্ত হতে এবং জিরো আওয়ার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হট্টগোল চলতে থাকায়, অধিবেশন প্রথমে দুপুর ২ টো এবং তারপর দিনের মত মুলতুবি করে দেওয়া হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।