বিহারে ভোটার তালিকায় বিশেষ নীবিড় সংশোধনী কর্মসূচী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে সংসদের উভয়সভার অধিবেশন দুপুর ২-টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। সকাল ১১-টা রাজ্যসভার অধিবেশন শুরু হলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জিরো আওয়ার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিরোধী সদস্যরা এস আই আর সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবিতে সরব হন। ডেপুটি চেয়ারম্যান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পাঁচটি বিষয়ে মোট ২৯-টি মুলতুবি প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে ১৮-টি বিষয় আদালতে বিচারাধীন। তাই নিয়ম অনুযায়ী এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা যায় না। তিনি বারংবার বিক্ষোভরত সদস্যদের নিজের আসনে ফিরে যেতে এবং সভার কাজ সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। হরিবংশ বলেন, নিয়মিত বিঘ্ন ঘটায় এখনও পর্যন্ত রাজ্যসভায় ৬২ ঘণ্টারও বেশি সময় নষ্ট হয়েছে। পরিস্হিতি একইরকম থাকায় উচ্চকক্ষের অধিবেশন ২-টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
লোকসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল ১১-টায় অধিবেশন বসলে বিরোধী সাংসদরা এস আই আর ইস্যুতে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সংসদের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। যা গণতন্ত্রের জন্য সঠিক নয়। চিৎকার চেঁচামেচির মধ্যেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বন্যপ্রাণীদের বসবাসের জায়গা সংক্রান্ত প্রকল্প সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দেন। অধ্যক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও বিক্ষোভ চলতে থাকায় সভা দুপুর ২-টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।