বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের হই-হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ তৃতীয় দিনেও দফায় দফায় ব্যহত হয়। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মত মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর দুটোয় লোকসভার অধিবেশন শুরু হলে , কংগ্রেস, DMK, সমাজবাদী পার্টী সহ অন্যান্য বিরোধী দলগুলির সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য তাঁদের সভার কাজ সুষ্ঠুভাবে চলতে দেওয়ার অনুরোধ জানান। পরিস্থিতি একই রকম থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এর আগেও একই ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন প্রথমে বেলা ১২ টা এবং পরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর দুটোর পর সভার কাজ শুরু হলে একই ইস্যুতে বিরোধীরা সরব হয়। চীৎকার চেচামেচির মধ্যেই বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, সমুদ্রপথে পণ্য পরিবহণ বিল- ২০২৫ আলোচনা ও পাশের জন্য উত্থাপন করেন। হৈ-হট্টগোল অব্যাহত থাকায় রাজ্যসভার অধিবেশন দিনের মত মুলতুবি করে দিতে হয়।