বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া এস আই আর নিয়ে আলোচনার দাবীতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ বারংবার বিঘ্নিত হয়। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতুবির আগে লোকসভা দু বার এবং রাজ্যসভা তিনবার মুলতুবি করে দিতে হয়।
দ্বিতীয়বার মুলতুবির পর বিকেল ৪ টেয় লোকসভা বসলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূস গোয়েল বলেন, সরকার, ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের দিকটি বিবেচনা করে দেখছে। কৃষক, উদ্যোগপতি, এমএসএমই এবং শিল্প সংস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় স্বার্থ রক্ষায় দেশের পক্ষ থেকে সবরকম পদক্ষেপ নেওয়া হবে। ভারত ও আমেরিকার মধ্যে একটি স্বচ্ছ, পারস্পরিকভাবে লাভজনক একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েকমাস ধরে আলোচনা চলছে বলেও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন। ভারত বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুত বৃদ্ধির অর্থনীতি এবং ভবিষ্যতে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠবে বলেও তিনি দাবি করেছেন।
এরপর অধ্যক্ষ ওম বিড়লা শূন্যকালের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। হৈ হট্টোগোলের মধ্যে সভার কাজ দিনের মত মুলতুবি করে দিতে হয়।
রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর দুটোয় সভা ফের বসলে বিরোধীরা এস আই আর সহ নানা ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্লোগান দিতে থাকেন। চীৎকার চেঁচামেচির মধ্যে অধিবেশন বিকেল সাড়ে ৮ টে পর্যুন্ত মুলতুবি করে দিতে হয়। পরে সভায় বাণিজ্য মন্ত্রী পীযূস গোয়েল আমেরিকার পারস্পরিক শুল্ক নিয়ে সরকারের অবস্থা জানান। এরপরই অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়।
এর আগে, সংসদের উভয়সভায় আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার NISAR উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করা হয়। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, এটি ইসরো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার মধ্যে একটি যুগান্তকারী সহযোগিতামূলক অভিযান।
লোকসভায় ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে ওম বিড়লা বলেন, এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল ভূমি বাস্তুতন্ত্র এবং মহাসাগরীয় অঞ্চল পর্যবেক্ষণ করা। তিনি ইসরো বিজ্ঞানীর ভবিষ্যতের প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।