বিহারে, ভোটার অধিকার যাত্রার দ্বিতীয় দিনে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ ঔরঙ্গাবাদ জেলার দেওতে পৌঁছেছেন। তিনি বিশ্বখ্যাত দেও সূর্য মন্দিরে প্রার্থনা করেছেন। এই যাত্রার উদ্দেশ্য হল, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরোধিতা করা। INDIA জোটের নেতারাও এতে অংশগ্রহণ করছেন। ১৬ দিনের এই যাত্রা রাজ্যের কুড়িটিরও বেশি জেলা অতিক্রম করবে এবং পয়লা সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে শেষ হবে।
আজ সকালে রাহুল গান্ধী, বিহারের আম্বা, কুটুম্ব, পাতালগঙ্গা এবং ঔরঙ্গাবাদের অন্যান্য এলাকা পরিদর্শন করেন। এই উপলক্ষে, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী প্রসাদ যাদব, বিহার কংগ্রেস সভাপতি রাজেশ রাম এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি উপস্থিত ছিলেন। আজ, শ্রী গান্ধী গয়া পৌঁছানোর আগে গুরারু, বাগডিহা, দাউদনগর এবং পঞ্চনপুর সফর করবেন। সন্ধ্যায়, তিনি গয়ার খালিশ পার্কে একটি জনসভায় ভাষণ দেবেন।