নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিহারে বিশেষ সংশোধনীর ব্যাপারে বেশিরভাগ ভোটারের কাছেই পৌঁছতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ৮০.১১ শতাংশ ভোটার তাঁদের এনুমারেশন ফর্ম- ই এফ ভর্তি করে জমা দিয়েছেন। কমিশন আরও জানিয়েছ, নির্ধারিত ২৫শে জুলাইয়ের আগেই বিশেষ সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। তারা জানায়, আগামী ১লা আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তাতে নাম তোলার জন্য প্রত্যেক ভোটারকে ই এফ জমা দিতে হবে।সঙ্গে জমা দিতে হবে সংশ্লিষ্ট নথিপত্র। যদি কোনও ভোটারের নথি জোগাড় করতে দেরি হয়, তাহলে তাঁরা ৩০ শে আগস্টের মধ্যে তা জমা দিয়ে তালিকায় নাম তুলতে পারবেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত বুথ লেভেল অফিসার বা বিএলও-রা ৪ কোটি ৬৬ লক্ষ ফর্ম আপলোড করতে সক্ষম হয়েছে বলেও কমিশন জানিয়েছে।
Site Admin | July 13, 2025 4:21 PM
বিহারে বিশেষ সংশোধনীর ব্যাপারে বেশিরভাগ ভোটারের কাছেই পৌঁছতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন
