বিহারে বিশেষ নিবিড় সংশোধনের ফলে যে ৬৫ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের নাম আগামী মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আজ আরো জানিয়েছে, জেলাভিত্তিক তালিকা ওয়েবসাইটে তুলতে হবে। কি কারণে এদের নাম বাদ পড়লো অর্থাত মৃত নাকি চিরতরে অন্যত্র চলে গেছে কিংবা দুবার নাম উঠেছে অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না তা জানিয়ে ঐ তালিকা সরকারী ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে আরো জানানো হয়েছে, নির্বাচন কমিশন যে তালিকা সরকারী ওয়েবসাইটে আপলোড করবে তা সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম, সমাজমাধ্যম সহ গনমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে সার্বিক প্রচার চালাতে হবে।
গত ২৬শে জুন নির্বাচন কমিশন, বিহারে এস আই আর শুরু করার যে বিজ্ঞপ্তি জারী করেছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দাখিল করা একগুচ্ছ আবেদনের শুনানির সময় এই অন্তর্বর্তী নির্দেশ দেয়।
উল্লেখ্য, তালিকা প্রকাশের দাবী জানিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন জমা পড়েছিল তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এর আগে জানায়, ১৯৫০ সালের জন প্রতিনিধিত্ব আইন এবং ১৯৬০ সালের নির্বাচক নিবন্ধীকরণ বিধিতে এ ধরণের তালিকা তৈরী এবং প্রকাশের কোনো সংস্থান নেই।