July 19, 2025 11:37 AM

printer

বিহারে বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনো পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটি Enumeration Forms জমা পড়েছে

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনো পর্যন্ত সাত কোটি ৪৮ লক্ষ গণনা ফর্ম বা enumeration forms  জমা পড়েছে।  যা ভোটার তালিকার প্রায় ৯৫ শতাংশ। আগামী ২৫ জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ।  ৫ শতাংশ ভোটারের ফর্ম এখনও জমা দেওয়া বাকি রয়েছে।