মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2025 9:02 AM

printer

বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী কর্মসূচী SIR এ পর্যন্ত ৬ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন।

বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী কর্মসূচী SIR এ পর্যন্ত ৬ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে যে দ্রুত সংগ্রহ অভিযানের মাধ্যমে ৭ কোটি ৮৯ লক্ষ ভোটারের মধ্যে ৮৩ দশমিক ৬/৬ শতাংশ গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে।

কমিশন আরো জানিয়েছে যে ৮৮ শতাংশেরও বেশি ভোটারের যাচাই করার কাজও সম্পন্ন হয়েছে। রাজ্যে ২৫শে জুন থেকে ঘরে ঘরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচীর কাজ শুরু হয়েছে। চলতি SIR ২০২৫-এ পূরণ করা গণনা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখের আরও ১০ দিন বাকি থাকায়, ২৪৩টি বিধানসভা কেন্দ্রে BLO-দের দুই দফায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন সম্পন্ন হয়েছে।

এই অভিযানে এখন পর্যন্ত ১ দশমিক ৫/৯ শতাংশ ভোটারকে মৃত অবস্থায় পাওয়া গেছে, ২ দশমিক ২ শতাংশ স্থায়ীভাবে অন্যস্থানে চলেও গেছেন এবং ০ দশমিক ৭/৩ শতাংশ ব্যক্তির নাম একাধিক স্থানে নথিভুক্ত অবস্থায় পাওয়া গেছে।

সামগ্রিকভাবে, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেখা গেছে যে ৮৮ দশমিক ১/৮ শতাংশ ভোটার ইতিমধ্যেই তাদের গণনা ফর্ম EF জমা দিয়েছেন অথবা মারা গেছেন অথবা তাদের পূর্ববর্তী বাসস্থান থেকে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। এর পরে এখন মাত্র ১১ দশমিক ৮/২ শতাংশ ভোটারের তাদের পূরণ করা EF জমা দেওয়ার বাকি আছে এবং তাদের অনেকেই আগামী দিনে নথিপত্র সহ তাদের গণনা ফর্ম জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন।