বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার অভিযান  আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। ১৮টি জেলার ১২১টি বিধানসভায় ৬ই নভেম্বর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই পর্বে ভোট নেওয়া হবে। ন্যাশনাল ডেমোক্রেটি অ্যালায়েন্স (এনডিএ), মহাজোট এবং অন্যান্য দলের তারকা প্রচারক এবং প্রবীণ  নেতারা ভোটারদের  নজর করতে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছেন। আজ প্রথম ধাপের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে, বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা তাঁদের প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য নির্বাচনী সমাবেশ, জনসভা এবং রোড শো করে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করবেন।
বিজেপির জাতীয় সভাপতি জে. পি. নাড্ডা আজ ভোজপুর এবং গয়াতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈশালী, পাটনা, সহরসা এবং মুঙ্গের জেলায় পৃথক জনসভায় ভাষণ দেওয়ার কথা। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দারভাঙ্গা, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায় এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন।
মহাজোটের পক্ষ থেকে, কংগ্রেসের প্রবীণ নেতারা গয়া এবং ঔরঙ্গাবাদে প্রচার চালাবেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব সমস্তিপুর, বেগুসরাই, সহরসা, দারভাঙ্গা, মুজাফফরপুর এবং বৈশালী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভাষণ দেবেন।