বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এই পর্বে ২৪৩ টি আসনের মধ্যে ১২১ টিতে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ ৬ই নভেম্বর। পাটনা, দ্বারভাঙা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ এবং ভোজপুর সহ বিভিন্ন জেলায় প্রথম পর্বের ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে আগামীকাল। প্রত্যাহারের শেষ দিন বিশে অক্টোবর।
দ্বিতীয় পর্বে ১১ ই নভেম্বর ভোট নেওয়া হবে। ভোট গণনা ১৪ ই নভেম্বর।