বিহারে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা ক্রমশঃ গতি পাচ্ছে। অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিহার সফরের দ্বিতীয় দিনে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। বিহারের সমস্তিপুরে আজ একটি বৈঠকে তিনি আসন্ন নির্বাচনে দলের কৌশল নিয়ে আলোচনা করেন। এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করা ও বড় আকারের জয় সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন শ্রী শাহ। মিথিলাঞ্চল এর অন্তর্গত সমস্তিপুর, মধুবনি, এবং দ্বারভাঙ্গা জেলার বিজেপি কর্মীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, রাজভূষণ চৌধরী, বিহার বিজেপি সভাপতি ডঃ দিলীপ জয়সোয়াল, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী প্রমুখ।
আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব, আজ পাটনাতে কর্পুরি অতি পিছড়া অধিকার সম্মেলনে বক্তব্য রাখেন। AIMIM প্রধান আসাদুদ্দীন ওয়েইসি সীমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কর্মী সম্মেলনে অংশ নিয়েছেন