বিহারে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণার পর, ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট এখনও তাদের আসন বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। দুই জোটের শরীকদলগুলির মধ্যে বৈঠক চলছে।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজেপি নির্বাচন কমিটির আজ পাটনায় তৃতীয় বৈঠক করবে। বিজেপি আজ তাদের বেশিরভাগ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে। এদিকে, জেডি(ইউ) জাতীয় সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে সিনিয়র দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
মহাজোটের অন্যতম শরিক, কংগ্রেস আজ নতুনদিল্লিতে তাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করবে। আসন ভাগাভাগি নিয়ে রাষ্ট্রীয় জনতা দল এবং অন্যান্য জোট শরিকদের মধ্যে মতবিনিময় চলছে। গতকাল ষষ্ঠ বৈঠকে CPI(ML) জানিয়েছে, তাঁরা এ বিষয়ে সম্মানীয় কিছু সিদ্ধান্ত আশা করে ।