মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 6:16 PM

printer

বিহারে নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ নামের বিস্তারিত বিবরণ নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে সুপ্রীম কোর্ট।

বিহারে নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ নামের বিস্তারিত বিবরণ নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে সুপ্রীম কোর্ট। অ্যাসোশিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এ ডি আরের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি এন কে সিং এর বেঞ্চ এ সংক্রান্ত একটি নির্দেশ জারী করেছে।

এদিকে, রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও আজ সকাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল এ নিয়ে আপত্তি বা অভিযোগ জানায়নি বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছিল, কোনোরকম অভাব অভিযোগ থাকলে তা পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দপ্তরে জানানো যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এই ধরনের কোনো আপত্তি জমা পড়েনি।