মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 18, 2025 9:55 PM

printer

বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া তুঙ্গে।

বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া তুঙ্গে। বিজেপি,জেডিইউ সহ এনডিএ-র অন্যান্য শরিক দলগুলির নেতারা মন্ত্রিসভা গঠন ও অধ্যক্ষ পদে কাকে মনোনয়ন দেয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন। প্রবীণ বিজেপি নেতা,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল পাটনায় এসে মুখ্যমন্ত্রী নীতীশকুমারের সঙ্গে বৈঠক করবেন। এর পরই মন্ত্রিসভা গঠন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি চূড়ান্ত করা হবে।আগামীকালই এনডিএ জোটের পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা। বিজেপি, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তান আওয়াম মোর্চা, ও রাষ্ট্রীয় লোক মোর্চার জয়ী ২০২  বিধায়ক বৈঠকে উপস্থিত থাকবেন। তার আগে বিজেপি ও জেডিইউ-র বিধায়করা আলাদা করে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।এনডিএ-র পরিষদীয় দলের বৈঠকে পর্যবেক্ষক হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও স্বাধ্বী নিরঞ্জন জ্যোতির উপস্থিত থাকার কথা আছে। আগামীকাল মুখ্যমন্ত্রী নীতীশকুমার রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র পেশ করবেন।

এদিকে, পাটনার গান্ধী ময়দানে আগামী ২০শে নভেম্বরের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতিও চূড়ান্ত। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।