বিহারে, নতুন এনডিএ-নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে বিভিন্ন দলের দফায় দফায় বৈঠক হয়েছে।
এনডিএ-র বেশ কয়েকজন প্রবীণ নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং পরবর্তী সরকার গঠনের বিষয়ে তাদের আলোচনা হয়েছে । বিজেপির ঊর্ধ্বতন নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং জাতীয় লোক মোর্চার (আরএলএম) সভাপতি উপেন্দ্র কুশওয়াহা গতকাল নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রফুল্ল কুমার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।
বিজেপির পরিষদীয় দলের বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিএ-র সমস্ত সহযোগী দল পৃথক সভায় তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করার পর, এনডিএ ২০২ জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি যৌথ সভায় আজ তাদের পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচন করবে। এর পর, বিধায়কদের সমর্থনের চিঠি সহ সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে আজ বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে, বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে, এবং তারপরে রাজ্যে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার হবে।
উল্লেখ্য আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে পারে। সেই কারণে আগামী ২০ তারিখ পর্যন্ত গান্ধী ময়দানে জনসাধারনের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে।