August 24, 2025 9:25 PM

printer

 বিহারে  খসড়া ভোটার তালিকায় সংশোধনের জন্য দাবি ও আপত্তি জানিয়ে এ পর্যন্ত ৯৮ শতাংশের বেশি ভোটার তাদের তথ্য জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

 বিহারে  খসড়া ভোটার তালিকায় সংশোধনের জন্য দাবি ও আপত্তি জানিয়ে এ পর্যন্ত ৯৮ শতাংশের বেশি ভোটার তাদের তথ্য জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।  কমিশন জানিয়েছে, এ সংক্রান্ত দাবি ও আপত্তি নথিভুক্ত করার জন্য আরও আট  দিন সময় রয়েছে। কমিশন আরও জানিয়েছে যে, এই সময়ের মধ্যে খসড়া তালিকায় সংশোধনের জন্য কেবল দাবি বা আপত্তি জানালেই হবেনা, সংশ্লিষ্ট ভোটার যে সব তথ্য আগে  এন্যু মারেশন ফর্মের সঙ্গে জমা দেন নি, সেগুলিও জমা দিতে হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।