মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 6:06 PM

printer

বিহারে এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।

বিহারে এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।

দুবার মুলতুবি হওয়ার পর দুপুর দুটোয় অধিবেশন বসলে এস আই আর নিয়ে আলোচনার দাবী তুলে বিরোধীরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। ্সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিরোধীদের লাগাতার প্রতিবাদ কর্মসূচিতে অসন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, সংসদীয় এবং সাংবিধানিক নিয়ম নীতি মেনে সরকার আলোচনায় রাজী। তবে এস আই আর বিষয়টি যেহেতু সর্বোচ্চ আদালতে বিচারাধীন তাই এটি নিয়ে সভায় আলোচনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠা্নের কাজকর্ম নিয়েও কোনোরকম আলোচনা হবে না বলেও জানিয়ে দেন শ্রী রিজিজু। চীৎকার চেঁচামেচির মধ্যেই বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল মার্চেন্ট শিপিং বিল ২০২৪ সভায় পেশ করেন। এরপরই প্রিসাইডিং অফিসার সভার কাজ দিনের মত মুলতুবি করে দেন।

এদিকে, প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় রাজ্যসভার অধিবেশন শুরু হলে একই চিত্র নজরে আসে। এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ সালে মনিপুরের আয় ব্যায়ের হিসাব সংক্রান্ত বিবৃতি পেশ করেন। বিরোধীনেতা মল্লিকার্জুন খাড়গে পদ্ধতি গত আপত্তি না পয়েন্ট অফ অর্ডার ইস্যুর উত্থাপন করে বলেন, নিয়ম নীতি সকলের ক্ষেত্রে সমান হওয়া উচিৎ। এর জবাবে, সভার দলনেতা জে পি নাড্ডা বলেন, সভার কাজে বাধাদানকারীদের পয়েন্ট অফ অর্দার উত্থাপন করার কোনো অধিকার নেই। এর মধ্যেই সভায় আজ সমুদ্রপথে পণ্য পরিবহণ বিল ২০২৫ পাশ হয়। হৈ হট্টোগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।