September 8, 2025 1:07 PM

printer

বিহারে এন ডি এ সরকার তৃণমূল স্তরে মহিলা শিল্পোদ্যোগীদের সহায়তার জন্য একটি নতুন আর্থিক প্রকল্পের সূচনা করেছে।

বিহারে এন ডি এ সরকার তৃণমূল স্তরে মহিলা শিল্পোদ্যোগীদের সহায়তার জন্য একটি নতুন আর্থিক প্রকল্পের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে এই প্রকল্পের গতকাল সূচনা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রকল্পটিতে আবেদনের জন্য একটি অনলাইন পোর্টালেরও সূচনা হয়েছে। মহিলাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি শিল্পোদ্যোক্তা হিসাবে উৎসাহ দেবার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা সহায়ক হবে। এর মাধ্যমে তারা আর্থিকভাবেও স্বনির্ভর হতে পারবেন বলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন। প্রকল্পটির আওতায় যোগ্য সুবিধাপ্রাপককে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হবে। ওই অর্থ ব্যবহার করে কোন ব্যবসা বা জীবিকামূলক কাজে উন্নতি হলে ৬ মাস পর ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে।