মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 7:15 PM

printer

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে।

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। এনডিএ এবং মহাজোটের দলগুলি বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।

      প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌, আজ দ্বারভাঙ্গার আলিপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন, এনডিএ সরকার আন্তর্জাতিক মঞ্চে মধুবনী শিল্পকে যেভাবে তুলে ধরেছে যা গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সুযোগ্য নেতৃত্বের জন্যই তা সম্ভব হয়েছে।  

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বারভাঙ্গার হায়াঘাটে এক জনসভায় নানা ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন। তিনি বলেন, মহাজোটের দলগুলি সুশাসনের প্রতিশ্রুতি দিলেও মানুষ তাদের বিশ্বাস করে না।  লালু প্রসাদ যাদবের পুরো পরিবার দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।  

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মুজফফরপুর থেকে মহাজোটের হয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। সাকরা অঞ্চলে এক জনসভায় রাহুল অভিযোগ করেন,  বিজেপি নীতিশ কুমারকে সামনে রেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার পরিচালনা করছে।

     AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, কিষানগঞ্জের বাহাদুরগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় বলেন, সিমাঞ্চলের উন্নয়নে তাঁর দল একটি রূপরেখা প্রস্তুত করেছে।