মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 4, 2025 11:12 AM

printer

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পুর্ণাঙ্গ কমিশন ২ দিনের সফরে পাটনায় পৌঁছেছেন

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পুর্ণাঙ্গ কমিশন ২ দিনের সফরে গতকাল পাটনায় পৌঁছেছেন।

 সফরের প্রথম দিনে আজ তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। এরপর কমিশন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্হিতি ও ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা হবে।  সমস্ত বিভাগীয় কমিশনার, পুলিশের আইজি, ডিআইজি জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং পদস্থ জেলা পুলিশ কর্তাদের সঙ্গেও কমিশন বৈঠক করবে।

সফরের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের দলটি আগামীকাল বিভিন্ন আইন বলবৎকারী সংস্হার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করা এবং ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধে বিভিন্ন ব্যবস্হা গ্রহণ, মদ ও মাদক পাচার নিয়ন্ত্রণ ও আইন বলবৎকারী সংস্হাগুলির বিভিন্ন কাজও পর্যালোচনা করে দেখা হবে ওই বৈঠকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। রাজ্য পুলিশের মহা-নির্দেশক ও মুখ্য সচিব সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গেও তাদের বৈঠকের কর্মসূচী রয়েছে। রাজ্যস্তরে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের মধ্যে সমন্বয়সাধন ও ভোটের প্রস্তুতিও পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।