মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 30, 2025 9:03 AM

printer

বিহারে আসন্ন নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে।

বিহারে আসন্ন নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকরা মিটিং, মিছিল ও জনসভা করে ভোটার দের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুজাফফরপুর ও ছাপরায় জনসভা করবেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুঙ্গের এবং নালন্দায় এনডিএ প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেবেন। বক্সার এবং বিক্রমে জনসভা করবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি যে পি নাড্ডা।

আরজেডি নেতা তেজস্বী যাদব আজ মাধেপুরা, দ্বারভাঙ্গা এবং মুজফফরপুরে মোট ১০টি জনসভা করবেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ শেখপুরার বারবিঘা এবং নালন্দার নুরসরাইয়ে জনসভায় ভাষণ দেবেন।

এছাড়াও, জন সুরাজ পার্টি, জন শক্তি জনতা দল, বহুজন সমাজ পার্টি সহ অন্যান্য দলগুলিও প্রচার চালাবে।