বিহারের সাসারাম থেকে আগামীকাল ‘ভোটাধিকার যাত্রা’ র সূচনা করবেন লোকসভার বিরোধী দলনেতা তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের ২৫ টি জেলা জুড়ে আগামী ১৬ দিন ধরে এই যাত্রায় চলবে। আজ পাটনায় প্রবেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অখিলেশ প্রসাদ সিং এই খবর দিয়ে জানিয়েছেন, রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী প্রসাদ যাদব সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ এই যাত্রায় অংশ নেবেন। যাত্রা চলাকালীন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কথিত অনিয়মগুলির বিষয়ে জনসাধারণকে সচেতন করে তোলা হবে।
Site Admin | August 16, 2025 9:45 PM
বিহারের সাসারাম থেকে আগামীকাল ‘ভোটাধিকার যাত্রা’ র সূচনা করবেন লোকসভার বিরোধী দলনেতা তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
