মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 31, 2025 6:13 PM

printer

বিহারের রাজগীরে পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপ ২০২৫ ‘এ ভারত ৩-২ গোলে জাপানকে হারিয়েছে।

বিহারের রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আজকের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ভারত। হরমনপ্রীত সিং এদিন দুটি ও মনদীপ সিং একটি গোল করেন। জাপানের হয়ে দুটি গোল করেন কোসেই কাওয়াবে।

এদিনের অন্য ম্যাচে, কাজাখস্তানকে ১৩-১ গোলে হারিয়ে দিয়েছে চীন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিজয়ী দল ২০২৬ এর পুরুষদের হকি বিশ্বকাপে জায়গা করে নেবে।

এবারের এশিয়া কাপ হকি প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ওমান নাম প্রত্যাহার করায় বাংলাদেশ ও কাজাখস্তান সুযোগ পেয়েছে।