মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 29, 2025 9:20 AM

printer

বিহারের রাজগীরে আজ জাতীয় ক্রীড়া দিবসে শুরু হচ্ছে পুরুষদের দ্বাদশ এশিয়া হকি কাপ ২০২৫।

বিহারের রাজগীরে আজ জাতীয় ক্রীড়া দিবসে শুরু হচ্ছে পুরুষদের দ্বাদশ এশিয়া হকি কাপ ২০২৫। হকির যাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী পালনে আয়োজিত এই প্রতিযোগিতায় এশিয়ার ৮ টি দেশ অংশ নিচ্ছে। এগুলি হল ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, বাংলাদেশ এবং চীনা তাইপেই। মোট ২৪ টি ম্যাচ খেলা হবে। ৭ই সেপ্টেম্বর ফাইনাল। আয়োজক ভারত পুল এ-তে জাপান, চীন ও কাজাখস্তানের সঙ্গে রয়েছে। আজ প্রারম্ভিক ম্যাচে ভারত চীনের বিরুদ্ধে খেলবে। ৩১ তারিখ জাপান এবং পয়লা সেপ্টেম্বর পুলের ফাইনাল ম্যাচে তারা কাজাখস্তানের মুখোমুখি হবে।