বিহারের বিধানসভা নির্বাচনে ১৮ জন প্রার্থীর নাম সহ তৃতীয় তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে বিজেপি এডিএ-এর আসন ভাগাভাগিতে বিধানসভার ১০১ টি আসনে প্রার্থী নাম দিল। তৃতীয় তালিকায় রয়েছেন নারকাটিয়াগঞ্জ থেকে সঞ্জয় পাণ্ডে, চানপাতিয়া থেকে উমাকান্ত সিং ও চিরাইয়া থেকে লালবাবু প্রসাদ গুপ্তা। বিহারে বিধানসভার কোচাধামন আসনে বিনা দেবী, পিরপানিতি থেকে মুরারি পাসওয়ান ও রাঘোপুর থেকে সতীশ কুমার যাদব নির্বাচনী লড়াই লড়বেন।
দ্বিতীয় প্রার্থী তালিকায় ১২ জনের নাম রয়েছে। সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর আলিনগর এবং প্রাক্তন IPS আধিকারিক আনন্দ মিশ্র, বক্সার আসন থেকে প্রার্থী হয়েছেন। এর আগে বিজেপি ৭১ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) গতকাল বিহার বিধানসভা নির্বাচনের জন্য ১৪ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। দলটি গোবিন্দগঞ্জ থেকে রাজু তিওয়ারি, সিমরি বখতিয়ারপুর থেকে সঞ্জয় কুমার সিং, দারুলি থেকে বিষ্ণু দেব পাসোয়ান, গড়খা থেকে সীমান্ত মৃণাল, সাহেবপুর থেকে সুরেন্দ্র কুমার, বাখরি থেকে সঞ্জয় কুমার এবং পার্বত্ত থেকে বাবুলাল শৌর্যকে প্রার্থী করেছে।
জনতা দল ইউনাইটেড- JDU, তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৫৭ জনের এই তালিকায় স্থান পেয়েছেন অধিকাংশ বর্তমান বিধায়ক ও মন্ত্রী। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার, নালন্দা আসনে প্রার্থী হচ্ছেন। এছাড়া, জল সম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী সরাই রঞ্জন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। JDU সভাপতি উমেশ কুশওয়াহা, মাহানার আসনে প্রার্থী হয়েছেন।