বিশ্ব স্বাস্থ্য সংস্থা- WHO জানিয়েছে, ইজরায়েলী সামরিক অভিযানে গাজায় দার-আল-বালায় ত্রাণ কাজের জন্য ব্যবহৃত তাদের প্রধান গুদামঘরটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে গাজায় ত্রাণ সামগ্রী বন্টনে সমস্যা দেখা দিয়েছে।
হু জানিয়েছে, তাদের কর্মীদের বাড়িগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। ইজরায়েলী সামরিক বাহিনীর সদস্যরা WHO -র কর্মী আধিকারিক এবং শিশু সহ তাঁদের পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে, তাঁদের সমস্ত কর্মী ও পরিবারের সদস্যদের মুক্তির দাবী জানিয়েছে। রাষ্ট্রসংঘ’ও, এই ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে।