বিশ্ব বাণিজ্য সংগঠন – ডব্লিউ টি ও-র মহানির্দেশক এনগোজি ওকোনজো ইওয়েলা বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। স্লোভেনিয়ায় ব্লেড স্ট্র্যাটেজিক ফোরামে এক প্যানেল আলোচনায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে বাণিজ্য ব্যবস্থার যা যা বর্তমান অন্তরায় রয়েছে, তা আগামী দশকের জন্য বৈশ্বিক বাণিজ্যকে আরও দৃঢ় ভিত্তির উপর স্থাপন করার সুযোগ তৈরি করেছে। ওকোনজো ইওয়েলা বলেন, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও বেশি কর্মসংস্থান তৈরি করবে। এব্যাপারে তিনি ইউরোপীয় ইউনিয়নকে সক্রিয়ভাবে এগিয়ে আশার আহ্বান জানান।
Site Admin | September 2, 2025 9:10 PM
বিশ্ব বাণিজ্য সংগঠন – ডব্লিউ টি ও-র মহানির্দেশক এনগোজি ওকোনজো ইওয়েলা বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন
