বিশ্ব প্রযুক্তি সম্মেলন- GTS ২০২৫-এর নবম সংস্করণ আজ নতুনদিল্লীতে শুরু হবে। এবারের সম্মেলনের মূল ভাবনা হল সম্ভাবনা। এর অর্থ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, ডিজিটাল গভর্নেন্স এবং আন্তঃসীমান্ত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে উদীয়মান প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা। তিন দিনের এই সম্মেলনে, মন্ত্রী পর্যায়ের কথোপকথন, বিশেষজ্ঞ প্যানেল এবং কৌশলগত আলোচনা সহ ৪০টিরও বেশি জনমুখী পর্ব থাকবে। ৪০টিরও বেশি দেশের দেড়শোজনেরও বেশি বক্তা প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনায় করবেন।
Site Admin | April 10, 2025 10:25 AM
বিশ্ব প্রযুক্তি সম্মেলন- GTS ২০২৫-এর নবম সংস্করণ আজ নতুনদিল্লীতে শুরু হবে।
